ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাসাঞ্জের জামিনের বিষয়টি বিবেচনা করবে ব্রিটিশ আদালত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০
অ্যাসাঞ্জের জামিনের বিষয়টি বিবেচনা করবে ব্রিটিশ আদালত

লন্ডন: ব্রিটিশ আদালতে জামিন পাওয়ার চেষ্টা করছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। লন্ডনের উচ্চ আদালতে বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির পর ২ লাখ পাউন্ডের বিনিময়ে অ্যাসাঞ্জের ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি নির্ধারণ করবেন বিচারক ডানকান ওসেলে।



এদিকে যৌন হয়রানির অভিযোগ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ব্রিটেনের কাছে অ্যাসাঞ্জকে হস্তান্তরের আবেদন করেছে সুইডেন।  

জামিনে মুক্তি পেলে অ্যাসাঞ্জ সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ভুগান স্মিথের বাড়িতে বসবাস করবেন বলে জানাগেছে। ফ্রন্ট লাইন কাব নামের একটি গণমাধ্যম কাবের প্রতিষ্ঠাতা স্মিথ এবং এর ভিত্তিতে উইকিলিকসের কিছু কাজ পরিচালিত হয়েছে।

এর আগে মঙ্গলবার আদালতের এক শুনানিতে শর্তসাপেক্ষে অ্যাসাঞ্জের জামিন মঞ্জুর করা হয়। জামিন মঞ্জুরের জন্য অতিরিক্ত ৪০ হাজার পাউন্ডসহ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মোট ২ লাখ পাউন্ড জরিমানা ধার্য করা হয়।

মার্কিন চলচ্চিত্র পরিচালক মাইকেল মুর, ব্রিটিশ পরিচালক কেন লোয়াচ, সমাজের বিশিষ্ট প্রচারকর্মী বিয়াঙ্কা জ্যাগের এবং সাংবাদিক জন পিলগের এ অর্থ জোগাড়ের চেষ্টা করে যাচ্ছেন।

এদিকে কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের আইনি দলকে তার সঙ্গে সাক্ষাৎ করা এবং মামলার জন্য প্রস্তুতি গ্রহণের সুযোগ দিচ্ছে না বলে বুধবার অভিযোগ করেন অ্যাসাঞ্জের আইনজীবী মার্ক স্টিফেনস।

তিনি বলেন, ‘আমি তার কাছে পৌঁছাতে পারছিনা। তার কাছে থেকে আমি কোনো নির্দেশনাও নিতে পারছিনা। ’  

এদিকে ৭ ডিসেম্বর অ্যাসাঞ্জের গ্রেপ্তার শর্তেও সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস অব্যাহতভাবে মার্কিন গোপন নথি প্রকাশ করে যাচ্ছে। তবে গোপন তথ্য ফাঁসের ঘটনায় ুব্দ প্রতিক্রিয়া দেখায় উইকিলিকস, কেননা বিশ্বব্যাপী এটা তাদেরকে ব্যাপক অস্বিত্বে ফেলে।

বৃহস্পতিবার নতুন ফাঁস হওয়া তথ্যে জানাগেছে আজারবাইজানে বিপি দেড় বছর থেকে তেল উত্তোলন মঞ্চে কূপ বিস্ফোরণ এবং ব্যাপক পরিমাণে গ্যাস নির্গত হওয়ার সমস্যায় ভুগছে। মেক্সিকোর তেল বিপর্যয়ের আগে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।