ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্ক বিমানবন্দরে বোমা হামলা পরিকল্পনাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০
নিউইয়র্ক বিমানবন্দরে বোমা হামলা পরিকল্পনাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিউইয়র্ক: নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জ্বালানি ট্যাংক উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করায় গুয়েনাস পার্লামেন্টের সাবেক সদস্য আব্দুল কাদিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রুকলিনের কেন্দ্রীয় আদালত বুধবার ওই দণ্ডাদেশ দেন।



চলতি বছরের শুরুর দিকে কাদির এবং জেএফকে কার্গো বিমান প্রশিক্ষক রাসেল দেফ্রিতাসকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় অভিযুক্ত করা হয়।

উল্লেখ্য, এরআগে ২০০৭ সালে সন্ত্রাসী এলাকায় প্রবেশ এবং তাদের সঙ্গে ষড়যন্ত্র করায় এফবিআই প্রতিনিধিরা তাদের গ্রেপ্তার করে।

অবশ্য কাদির বুধবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি একজন শান্তিকামী মানুষ এবং কখনই আমেরিকার ক্ষতি চান না।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২২৫ ঘণ্টা, ১৬ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।