ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরিচালক ব্লেক এডওয়ার্ডসের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০
পরিচালক ব্লেক এডওয়ার্ডসের জীবনাবসান

লসঅ্যাঞ্জেলেস: অস্কারজয়ী পরিচালক ব্লেক এডওয়ার্ডস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

তার এজেন্ট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

পিংক প্যানথার, ব্রেকফাস্ট অ্যাট টিফানি ইত্যাদি বিখ্যাত সিনেমার পরিচালনায় করেছেন। বুধবার মারা যাওয়া এ পরিচালক অড্রে হেপবার্ন, ক্যারি গ্রান্ট, টনি কার্টিস ও জ্যাক লেমনের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।

অর্ধশতাব্দীর ক্যারিয়ারে অভিনেত্রী জুলি অ্যান্ড্রুজকে বিয়ে করেন। জুলি ২০০৪-এ সারাজীবনের অর্জনের জন্য অনারারি অস্কার পান।

১৯৬৩ সালে শুরু হওয়া পিংক প্যান্থার সিরিজের কারণেই তিনি সবচেয়ে বেশি পরিচিত। এতে ব্রিটিশ অভিনেতা পিটার সেলারস ইন্সপেক্টর কসেউ-এর চরিত্রে অভিনয় করেছেন। তিনি অভিজাত রত্ন চোর স্যার চার্লস লিটনকে ধাওয়া করছেন।

তার স্ত্রী জুলি একটি বিবৃতিতে বলেন, ‘আমার জানা মতে, তার মতো লোক দুনিয়ায় মেলা ভার। তিনি আমার বন্ধু ছিলেন। তার কথা আমার পড়বে। ’

বুধবার রাতে তিনি সান্টা মোনিকায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।