ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইভরি কোস্টে যুদ্ধভীতি: লাইবেরিয়ায় পালাচ্ছে নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০
আইভরি কোস্টে যুদ্ধভীতি: লাইবেরিয়ায় পালাচ্ছে নাগরিকরা

লোগুয়াতো: ডিনমিন ওমিন কিছুতেই ভুলতে পারছেন না আইভরি কোস্টের গৃহযুদ্ধের কথা। কারণ এই যুদ্ধেই তিনি হারিয়েছেন ভাই এবং চাচাকে।

তাই গত মাসে যখন দেশটিতে নির্বাচন ব্যর্থ হলো তখন তিনি বিন্দুমাত্র সময় অপচয় না করে লাইবেরিয়াতে চলে গেলেন।

শুধু ওমিন নয় যুদ্ধ বাধবে এই আশংকায় আইভরি কোস্টের হাজার হাজার নাগরিক এখন পাশের দেশ লাইবেরিয়াতে পাড়ি জমাচ্ছেন।

উল্লেখ্য, ২০০২ সালে জিবাগবো এর নেতৃত্বে অভ্যুত্থান ব্যর্থ হলে আইভরি কোস্টের দক্ষিণের মুসলিম বিদ্রোহীদের সঙ্গে সরকার নিয়ন্ত্রিত খ্রিস্টানদের দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব একসময় গৃহযুদ্ধে রূপ নেয়। ২০০৫ সালে এই যুদ্ধ শেষ হলেও এতে হাজারেরও বেশি লোক নিহত হয়।

তাই গত মাসের নির্বাচনে যখন ক্ষমতাসীন জিবাগবো এবং বিরোধীদলীয় ওয়াতরা উভয়ই যখন নিজেদের জয়ী দাবী করে তখন দেশটির জনগণ যুদ্ধ শুরু হওয়ার ভয়ে ভীত হয়ে পড়ে। এ কারণে আইভরি কোস্টের জনগণ বন্যার মতো করে লাইবেরিয়াতে পাড়ি জমানো শুরু করে।

জাতিসংঘের অভিবাসী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, প্রতিদিন ১৫০ জন মানুষ আইভরি কোস্টের সীমান্ত অতিক্রম করছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।