ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সমাপ্তি টানল ২৫ বছরের ল্যারি কিং লাইভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০
সমাপ্তি টানল ২৫ বছরের ল্যারি কিং লাইভ

নিউইয়র্ক: বিখ্যাত মার্কিন টিভি তারকা ল্যারি কিংয়ের উপস্থাপনায় ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানের সর্বশেষ পর্বটি বৃহস্পতিবার সম্প্রচার করে সিএনএন। গত ২৫ বছর ধরে চলা অনুষ্ঠানে অনেক বিখ্যাত ব্যক্তি অংশ নেন।

খবর নিউইয়র্ক টাইমসের।

জনপ্রিয় টকশো অনুষ্ঠানটি সবচেয়ে দীর্ঘসময় ধরে চলায় গিনেস বিশ্ব রেকর্ডের খাতায় স্থান করে নিয়েছে। এর নিয়মতি দর্শক প্রায় ১০ লাখ মানুষ।

কাঁধের উভয় পাশে কালো গেলিস (সাসপেন্ডার) ঝুলিয়ে রাখা ল্যারি কিং বলেন, তবে তিনি রাতের নিউজমেকারস ও নয়েজমেকারস থেকে অবসর নিচ্ছেন না।

সর্বশেষ অনুষ্ঠানটির শুরুতে তিনি বলেন, ‘ল্যারি কিং লাইভের সর্বশেষ পর্বে আপনাদের স্বাগতম। এটা আমার জন্য বলা কঠিন হলেও আমি জানতাম একদিন এই দিন আসবে। কথাগুলো বলা সহজ নয়। ’

টেলিভিশন আইকন ল্যারি কিং গত জুনে ঘোষণা দিয়েছিলেন তিনি এই অনুষ্ঠান থেকে সরে দাঁড়াচ্ছেন। অনুষ্ঠানটি তারবার্তার প্রজন্ম ও সাক্ষাৎকার গ্রহণকারীদের অনুপ্রাণিত করেছে। সম্প্রতি কয়েক বছরে ল্যারি কিং লাইভের জনপ্রিয়তার হার মারাত্মক কমে গেছে। আগামী এক মাসের মধ্যে পিয়ার্স মরগ্যান টুনাইট নামের একটি অনুষ্ঠান একই সময়ে সম্প্রচার করা হবে।

৭৭ বছর বয়সী ল্যারি কিং সিএনএনের বিশেষ অনুষ্ঠান আয়োজন (হোস্ট) করবেন। এ ধরনের চারটি অনুষ্ঠান প্রতি বছর সম্প্রচার করা হবে। কিংয়ের দীর্ঘদিনের বন্ধু বিল মাহের বলেন, ‘এটা এটি শোয়ের সমাপ্তি, একজন মানুষের নয়। ’

বৃহস্পতিবারের শেষ অনুষ্ঠানে সব ধরনের তারকাই এসেছিলেন, সবাই কিংয়ের প্রশংসা করলেন। এনবিসি নাইটলি নিউজের উপস্থাপক (অ্যাংকর) ব্রায়ান উইলিয়ামস বলেন, ‘এটা ছিলো আমেরিকার গির্জার মতো, যেখানে এসে লোকজন পাপ  স্বীকার করত। ’ আমেরিকান আইডলের উপস্থাপক রায়ান সিক্রেস্ট বলেন, ‘ কিং মহান হৃদয়ের অধিকারী। ’

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি বার্তায় বলেন, ‘ল্যারি, আপনি দীর্ঘ ২৫ বছর ধরে সংবাদকর্মী, সেলিব্রিটি ও আমেরিকার লোকজনের মধ্যে কথোপকথনের আয়োজন করেছেন। প্রেসিডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এসেছে আপনার অনুষ্ঠানে। আপনি বলেন, আপনি কেবল প্রশ্নই করেন। তবে আমেরিকার সব প্রজন্মকে এসব প্রশ্নের উত্তর আশ্চর্য করে। এসব উত্তর আমাদের অনেক কিছুই জানায়। এসব উত্তর আমাদের বাসগৃহ থেকে শুরু করে পৃথিবী সম্পর্কে চোখ খুলে দেয়। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।