ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিনিদের বিরক্তিকর শব্দ ‘হোয়াটএভার’!

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০
মার্কিনিদের বিরক্তিকর শব্দ ‘হোয়াটএভার’!

নিউইয়র্ক: নিউইয়র্কের একটি কলেজ ব্যতিক্রমী এক জরিপ পরিচালনা করেছে। ইংরেজি ভাষায় সবচেয়ে অপছন্দের শব্দ বের করা হয়েছে এ জরিপে।

এতে দেখা যায়, নিউইয়র্কের মানুষ সবচেয়ে অপছন্দ করে ‘হোয়াটএভার’ শব্দটি।

নিউইয়র্কের পাউকেপসির মারিস্ট কলেজ এক হাজার ২০ জন প্রাপ্তবয়স্ক লোকের ওপর টেলিফোনে এই জরিপ পরিচালনা করে। এই জরিপে দেখা যায় ৩৯ শতাংশ লোক এই ‘হোয়াটএভার’ (যাই হোক বা যাই ঘটুক না কেন) এই শব্দটি শুনলে বিরক্ত হয়। এছাড়াও ২৯ শতাংশ ‘লাইক’ এবং ১৫ শতাংশ মানুষ ‘ইউ নো হোয়াট আই অ্যাম’ শব্দ বা বাক্য আলোচনা চলাকালে সহ্য করতে পারে না।

শুধু বিরক্তিকর শব্দ নয় এই জরিপ পছন্দের শব্দও বের করেছে। ‘অ্যাকচুয়ালি’ শব্দটি সবচেয়ে কম মানুষের প্রিয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫০ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।