ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে হোটেলে আগুন, ১৫ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০
ফিলিপাইনে হোটেলে আগুন, ১৫ জনের মৃত্যুর আশঙ্কা

ম্যানিলা: ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় শহর টুগোইগারাওর একটি পাঁচতারা হোটেলে রোববার আগুনে নিখোঁজ ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বেড অ্যান্ড ব্রেকফাস্ট নামক ঐ হোটেলটিতে চার ঘণ্টাব্যাপী আগুনে গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



প্রাদেশিক পুলিশ প্রধান সিনিয়র সুপারিনটেনডেন্ট মাও আপলাসকা বলেন, অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে এবং তাদের সবাইকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

আহত এবং নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

আগুনের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন আপলাসকা।

স্থানীয় দমকল কর্মকর্তা পিটার ক্যাগুরাংগান জানিয়েছেন, আমরা নিখোঁজদের  সম্পর্কে সঠিক তথ্য জানি না। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৮ ঘণ্টা, ১৯ ডিসেম্বর,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।