ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইভরি কোস্ট থেকে সেনা প্রত্যাহারে অস্বিকৃতি জানালেন মুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

আইভরিকোস্ট: আইভরিকোস্টে গতমাসে প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে উত্তেজনার পরিপ্রেক্ষিতে সেনা প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখান করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

আইভরি কোস্টের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট লরেন্ট জিবাগবো দেশ থেকে সকল বিদেশি শান্তিরক্ষী বাহিনীর সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।



জাতিসংঘ এবং বিশ্বের বেশিরভাগ ক্ষমতাধরেরা ২৮ নভেম্বরের নির্বাচনে জিবাগবোর প্রতিদ্বন্দ্বী অ্যালাসানকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু জিবাগবো নিজেকে জয়ী হিসেবে দাবি করছে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি বার্তায় শনিবার সরকারি মুখপাত্র জ্যাকলিন জাতিসংঘ এবং ফরাসি সেনাদের চলে যাবার আহ্বান জানান। তিনি অভিযোগ জানিয়ে বলেন, জাতিসংঘ আইভরি কোস্টের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে।

বান কি মুন তার দায়িত্ব পুরোপুরি পালন করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘ যে কোন মানবতাবিরোধী অপরাধ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৪৯ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।