ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় পর্যটক বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

কুয়ালালামপুর: থাইল্যান্ডের পর্যটক বহনকারী একটি বাস মালয়েশিয়ার ক্যামেরন দ্বীপপুঞ্জে দুর্ঘটনার মুখে পড়ে অন্তত ২২ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সবাই থাইল্যান্ডের নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে।

সোমবার পুলিশ ও সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

পেরাক রাজ্যের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান জাকারিয়া ইউসফ বলেন, ‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ২২ জনের বেশি নিহত হয়েছে। তবে উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মৃত ব্যক্তি সংখ্যা নিশ্চিত করতে পারছি না। ’ তিনি বলেন, উদ্ধার তৎপরতা শেষ হলে কর্তৃপক্ষ বিস্তারিত জানাতে পারবেন।

দৈনিক পত্রিকা দি স্টার জানিয়েছে, মালয়েশিয়ার পর্যটন স্থলে যাওয়ার পথে উঁচু এলাকা দিয়ে ভ্রমণের সময় বাসটি দুর্ঘটনার শিকার হয়। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মালয়েশিয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে গত সপ্তাহেও একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে চারজন কারা কর্মকর্তা নিহত হন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।