ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০১০-এ আফগানিস্তানে ৭০০ বিদেশি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
২০১০-এ আফগানিস্তানে ৭০০ বিদেশি সেনা নিহত

কাবুল: চলতি বছর আফগানিস্তানে নিহত বিদেশি সেনার সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা যায়।



এ মুহূর্তে বিদেশি সেনা নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭০১এ। গত নয় বছরে তালেবান জঙ্গিদের সঙ্গে যুদ্ধে নিহতদের সংখ্যা চলতি বছরেই সর্বোচ্চ এবং গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় তিনগুণ।

এদের মধ্যে ৪৯৩ জন মার্কিন সেনা এবং ১০১ জন ব্রিটিশ সেনা।

২০০১-এর ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল কায়েদা বাহিনীর হামলার পর যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে আক্রমণ চালায় এবং এখন পর্যন্ত সেখানে মার্কিন সেনারা অবস্থান করছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫২ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।