ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৬০০ বিক্ষোভকারীকে কারাদণ্ড দিল বেলারুশ আদালত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
৬০০ বিক্ষোভকারীকে কারাদণ্ড দিল বেলারুশ আদালত

মিনস্ক: বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেনকো পুনঃনির্বাচিত হওয়ার প্রতিবাদ করায় মঙ্গলবার ৬০০ জনকে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। খবর এএফপির।



মিনস্কের উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা লিউনিড ফারমেগি বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৫৮০ জনের সবাইকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে গ্রেপ্তার করা প্রায় সবাইকে পাঁচ থেকে পনের দিন কারাগারে রাখা হবে। ’

যদিও কতজন আরও গুরুতর সাজা ভোগ করবে সে বিষয়ে এই কর্মকর্তা স্পষ্টভাবে কিছু বলতে পারেননি।

এদিকে, লুকাশেনকো শাসনব্যবস্থার প্রতিবাদ এবং ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য সোমবার বিক্ষোভ সমাবেশ করা হয়। সেই সমাবেশ থেকেই এই বিপুল সংখ্যক লোককে গ্রেপ্তার করা হয়।  

উল্লেখ্য, এই কর্তৃত্ববাদী রাষ্ট্রপতি হিসেবে পরিচিত লুকাশেনকো ৮০ শতাংশ ভোট পেয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিন শতাংশের চেয়েও কম ভোট পেয়েছেন ।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।