ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হরেক রঙের চাঁদ : চন্দ্রগ্রহণের বিরল দৃশ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
হরেক রঙের চাঁদ : চন্দ্রগ্রহণের বিরল দৃশ্য

ওয়াশিংটন: চাঁদের স্বর্গীয় সৌন্দর্যের সঙ্গে এর বহুরূপিতা উপভোগ করল উত্তর আমেরিকা ও ইউরোপের আকাশ। মঙ্গলবার প্রত্যুষে হয়ে যাওয়া চন্দ্রগ্রহণের সময় ঝকঝকে আকাশে  চাঁদকে গোলাপি, তামাটে, কমলা এবং টকটকে লাল আভায় দেখা গেছে।



উত্তর গোলার্ধে কাকতালীয়ভাবে চার শতকের মধ্যে প্রথম বারের মতো চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ একটি সরলরেখায় অবস্থান করছিল। এ সময় চাঁদের ওপর সূর্যের ছায়া পড়ে বিভিন্ন রং তৈরি হচ্ছিল।

সূর্যের ছায়া পড়লেও অদৃশ্য হয়নি চাঁদ। পৃথিবীর বায়ুম-লে প্রতিসরিত হয়ে সূর্যের আলো চাঁদের ওপর পড়ছিল। সেই আলোতেই চাঁদকে বিভিন্ন রঙের দেখা যাচ্ছিল।

প্রতিসরিত আলো বেশির ভাগই লাল অংশে পড়ায় পৃথিবীর পৃষ্ঠ থেকে চাঁদকে লালচে, কমলা, গোলাপী এবং কখনো কখনো বাদামী দেখাচ্ছিল।

প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ চন্দ্রগ্রহণ মঙ্গলবার আন্তর্জাতিক সময় ৬টা ৩৩ মিনিটে শুরু হয় এবং ১০টা ০১ মিনিট পর্যন্ত স্থায়ী হয়।

উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড থেকে পুরো চন্দ্রগ্রহণ দেখা গেছে। এছাড়া পশ্চিম ইউরোপে চন্দ্রগ্রহণের শুরুর দিক এবং এশিয়াতে শেষের অংশ দেখা গেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪৪ ঘণ্টা, ২১ ডিসেম্বর,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।