ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভালবাসার টানে ‘রাজত্ব’ ছাড়বেন না অ্যাকুইনো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
ভালবাসার টানে ‘রাজত্ব’ ছাড়বেন না অ্যাকুইনো

ম্যানিলা: ফিলিপাইনের সবচেয়ে জনপ্রিয় ব্যাচেলর তার দেশের নারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, ভালবাসার টানে তিনি ক্ষমতা ছাড়বেন না।

দেশটির নেতা বেনিগনো অ্যাকুইনো এ কথা জানান।

চলতি বছরের মে মাসে বিপুল ভোটে জয়ী এই প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত তিনজন কম বয়সী মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তার ছোট বোন এবং টেলিভিশন টক শোর উপস্থাপক ক্রিস বের্নাদেতে অ্যাকুইনো এ তথ্য জানান।

কিন্তু ২০১৬ সালের জুনে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ৫০ বছর বয়সী এ নেতার অবিবাহিত থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

সর্বসাধারণের একটি সভাস্থলে তার কাছে জানতে চাওয়া হয় তার বিশাল নারী ভক্তকুল তাকে ক্ষমতা ছাড়তে দেবে কি না। এর উত্তরে তিনি বলেন, ‘আমাকে সমর্থনের জন্য যারা নিজেদের উৎসর্গ করেছেন তাদের মুখোমুখি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। ’

স্থানীয় ভাষায় তিনি আরও বলেন, ‘আমি তাদের কাছে অঙ্গীকার করেছি এবং আমি তাদের হতাশ করতে পারব না। একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপনের পর আমরা যখন পেছন ফিরে তাকাবো তখন আপনারা দেখতে পাবেন যে আমি অবশ্যই অনেক ভাল দক্ষতা দেখিয়েছি। ’  

তিনি নিজের জন্য সময় বের করতে পারেন না বলে এর আগে অভিযোগ করেছিলেন অ্যাকুইনো। কিন্তু তার পদের জন্য এ ত্যাগ স্বীকার করছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।