ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন করে উন্মুক্ত গোলাগুলির মহড়া চালাবে দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
নতুন করে উন্মুক্ত গোলাগুলির মহড়া চালাবে দ. কোরিয়া

সিউল: দক্ষিণ কোরিয়া নতুন করে উন্মুক্ত গোলাগুলির মহড়া চালানো ঘোষণা দিয়েছে। চলতি সপ্তাহের  বৃহস্পতিবার থেকে ওই মহড়া শুরু হবে।



এছাড়াও  বুধবার ৪ দিন ব্যাপী যুদ্ধজাহাজের মহড়া পূর্ব উপকুলে শুরু হয়েছে।

উত্তর কোরিয়ার যুদ্ধের পাল্টা হুমকি সত্ত্বেও দক্ষিণ কোরিয়া তার সীমান্ত অঞ্চলে সোমবার উন্মুক্ত গোলাগুলির মহড়া চালানোয় দেশদুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

দক্ষিণ কোরিয়ার সেনা মুখপাত্র বৃহস্পতিবার মহড়া পরিচালনার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে ওই মহড়া পরিচালনা করা হবে। সামরিক মহড়ায় ৮০০ সেনাসদস্য অংশ নেবেন।
এর আগে গত সোমবার ইঢনপিয়ং দ্বীপে একই ধরনের মহড়া চালিয়েছে। তবে উত্তর কোরিয়া হুমকি স্বত্ত্বেও কোনো পাল্টা আঘাত করে নি।

এদিকে, বুধবার শুরু হওয়া চার দিন ব্যাপী দক্ষিন কোরিয়ার নৌ মহড়ায় ৬ টি যুদ্ধ জাহাজ ও হেলিকপ্টার  অংশ নিচ্ছে।   উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে পীত সাগরে এই মহড়া পরিচালনা করা হবে।

নভেম্বরের ২৩ তারিখ উত্তর কোরিয়ার গোলার আঘাতে দক্ষিণ কোরিয়ার দুই নৌসেনা ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।