ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুষার অপসারণে সেনা নিয়োগ করেছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
তুষার অপসারণে সেনা নিয়োগ করেছে ব্রিটেন

লন্ডন: তুষার অপসারণে সেনা নিয়োগ করা হয়েছে ব্রিটেনে। তবে হিথ্রো বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবারের আগে তারা পুরোদমে বিমান বন্দর চালু করতে পারবে না।



গত পাঁচ দিনে পাঁচ ইঞ্চি পরিমান তুষার হয়েছে। এতে হাজার হাজার যাত্রী বিমান বন্দরে আটকে পড়েছে। তারা বিমান বন্দরের মেঝেতে রাত কাটিয়েছে।

এদিকে ভ্রমণকারীদের উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তুষার পরিচ্ছন্নতার কাজে সেনা নিয়োগ করেছেন। তবে ইউরোপ জুরে বিমান চলাচলের অবস্থা খুবই নাজুক।

জেসিকা ফিলিপস জানান, এটা খুবই দুঃখজনক। আমাদের কাছে মনে হচ্ছে আমরা তৃতীয় বিশ্বের বাসিন্দা।


ইউরোপের বিমানবন্দরগুলিতে আটকে পরা যাত্রীদের সাহায্য করতে মরিয়া হয়ে হয়ে উঠেছে কর্তৃপক্ষ ।

অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া, তুষারপাত এবং বরফের কারণে অচল হয়ে পড়েছে ইউরোপের পরিবহন ব্যবস্থা। ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে আটকে পরা হাজার হাজার যাত্রীর ক্রিসমাস ডেতে বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিমানবন্দরগুলো এই সংকট সমাধানে প্রাণপন চেষ্টা চালাচ্ছে।

অন্যতম ক্ষতিগ্রস্ত লন্ডনের হিথ্রো বিমানবন্দর যুক্তরাজ্যের সেনাবাহিনীর সহায়তা চেয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।