ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সন্দেহজনক দুর্গন্ধে জাতিসংঘ সদর দপ্তর ফাঁকা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০
সন্দেহজনক দুর্গন্ধে জাতিসংঘ সদর দপ্তর ফাঁকা!

নিউইয়র্ক: জাতিসংঘ জানিয়েছে, সংস্থাটির নিউইয়র্কের সদর দপ্তরে সন্দেহজনক তীব্র কটু গন্ধ ছড়িয়ে পড়ায় দুটি এলাকা জনশূন্য করা হয়েছে। বুধবার বার্তা সংস্থা ইউপিআই এ তথ্য প্রকাশ করেছে।



জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, নিরাপত্তা পরিষদ ও সাধারণ অধিবেসন থেকে কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়েছে। সন্দেহজনক কটু গন্ধ ছড়িয়ে পড়ায় পূর্বসতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে তাদের সরিয়ে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে ভবনের নিচে পয়ঃনিষ্কাষণের পাইপ ফেটে এই কটু গন্ধ ছড়িয়ে পড়ে।

মূলত বিভিন্ন দেশ থেকে আসা শিশুরা ওই দুটি স্থানে অবস্থান করছিল। বিশ্বের নেতাদের কাছে নিজেদের কথা তুলে ধরার জন্য তারা অপেক্ষা করছিল।

শহরের পরিবেশ রক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে, কেবল সংস্থার ভবনটিতেই এই সমস্যা রয়েছে, শহরে নয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।