ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিয়েনডার্থাল মানুষের নিকটাত্মীয়ের সন্ধান বিজ্ঞানীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
নিয়েনডার্থাল মানুষের নিকটাত্মীয়ের সন্ধান বিজ্ঞানীদের

বিজ্ঞানীরা বুধবার নিয়েনডার্থাল মানুষের নিকট আত্মীয়ের সন্ধান পেয়েছেন, যা আগে তাদের কাছে অজানা ছিল। ৩০ থেকে ৫০ হাজার বছর আগে এশিয়ায় নিয়েনডার্থাল মানুষের বসবাস ছিল।

সন্ধান পাওয়া নতুন মানুষের সঙ্গে পাপুয়া নিউগিনির অধিবাসীদের জিনগত মিল খুঁজে পাওয়া গেছে।

ব্রিটেনের বিজ্ঞান সাময়িকী ন্যাচারে বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণামূলক প্রবন্ধ থেকে এ তথ্য জানা যায়। আন্তর্জাতিক গবেষণা দলটির নেতৃত্ব দেন সভেন্তে পাবো। তিনি জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর এভোল্যুশনারি অ্যানথ্রোপোলজির গবেষক।

২০০৮ সালে সাইবেরিয়ার ডেনিসোভা গুহায় পাওয়া মানুষের আঙ্গুলের হাড় এবং আক্কেল দাঁত পরীক্ষার পর বুধবার গবেষকরা এ কথা ঘোষণা করেন। গবেষকরা মানুষের এ পূর্বপুরুষদের ‘ডেনিসোভানস’ নামকরণ করেন। আঙ্গুলের হাড় এবং আক্কেল দাঁত নারী হোমিনিডের (মানুষের ঠিক আগের প্রজন্ম) বলে জানানো হয়েছে।

গত মার্চ মাসে আরেক গবেষণায় এ অঞ্চলে নিয়েনডার্থাল (মানুষের আদি প্রজন্ম) থেকে হোমিনিড এবং মানুষের বিকাশ সম্পর্কে কিছুটা তথ্য জানা গিয়েছিল।

গবেষণা থেকে দেখা গেছে, আধুনিক ইউরেশিয়ানদের সঙ্গে ডেনিসোভানদের জিনগত মিল পাওয়া যায় না। বরং পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় দ্বীপের অধিবাসীদের সঙ্গে এদের জিনগত সাদৃশ্য রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৮ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।