ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে তীব্র শীতে ২৪ জনের মৃত্যু: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১
ভারতে তীব্র শীতে ২৪ জনের মৃত্যু: বিবিসি

নয়াদিল্লি: ভারতে বিভিন্ন অঞ্চলে তীব্র ঠাণ্ডায় ২৪ জন মারা গেছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। খবর বিবিসির।



রাজধানী নয়াদিল্লিসহ ভারত-শাসিত কাশ্মীর, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে কনকনে ঠাণ্ডা আঘাত হেনেছে।

আবহাওয়া কর্মকর্তারা জানান, কাশ্মীরের লেহ অঞ্চলে শূন্যের নিচে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যায়। এই শীতে রোববার এটাই সবচেয়ে কম। গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরসহ কাশ্মীরেই সবচেয়ে বরফ ঠাণ্ডা। কর্মকর্তারা জানান, তুষারপাতের কারণে কাশ্মীরের সঙ্গে যুক্ত মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

নয়াদিল্লিতেও বহু বছরের মধ্যে সবচেয়ে ঠাণ্ডার কবলে পড়েছে। ঘন কুয়াশার কারণে এখানে বিমান চলাচলে সমস্যা হচ্ছে। রোববার ছিল রাজধানীর তাপমাত্রা ছিল সবচেয়ে কম (৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস)।

ঘরহীন লোকজন রাস্তার আশাপাশে আগুন জ্বালিয়ে উষ্ণ থাকার চেষ্টা করছে। নয়াদিল্লিতে রাতে আশ্রয়প্রার্থী মানুষের স্থান সংকুলান হচ্ছে না।

উত্তর প্রদেশে ৫ ও কাশ্মীরে নতুন করে ৩ জন মারা গেছে। পিটিআইএ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।