ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আরকানসায় হাজার হাজার পাখির মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১
আরকানসায় হাজার হাজার পাখির মৃত্যু!

আরকানসা: রোমহর্ষক চলচ্চিত্রের কল্পনাকেও হার মানিয়েছে যুক্তরাষ্ট্রের আরকানসা অঙ্গরাজ্যের একটি ঘটনা। সেখানকার হাজার হাজার পাখি মাটিতে লুটিয়ে পড়ছে।

রাস্তাগুলোয় মৃত পাখির স্তুপ পড়ে রয়েছে। ফলে নতুন বছরের আনন্দই ম্লান হয়ে গেছে সেখানকার মানুষের।

এর কারণ কি? কেউ এখনো কিছুই বলতে পারেননি। এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে ব্রিটেনভিত্তিক দৈনিক ডেইল মেইল।

বিশেষ করে, অঙ্গরাজ্যের বিবে অঞ্চলের পুরো এলাকাটি মৃত পাখিতে ছেয়ে রয়েছে। স্থানীয় মানুষ নতুন বছরে এই দুঃখজনক পাখির মৃত্যু মেনে নিতে পারছেন না। এতো পাখি কি করে এখানে এলো তা কেউ জানেন না।

লাল ডানা ছাড়া এসব পাখির দেহের বাকি অংশ কালো। রাস্তার ওপর এগুলো এমনভাবে পড়ে আছে গাড়ি চালানো যাচ্ছে না।

আরকানসা কর্তৃপক্ষ কিছু মৃত পাখির নমুনা সংগ্রহ করে সোমবার পরীক্ষা করে দেখার চেষ্টা করছেন: হাজার হাজার পাখির মৃত্যুর কারণ বের করা যায় কি না।

সরকারিভাবে এতো পাখির মৃত্যুর ঘটনাকে বজ্রপাত বা খারাপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।