ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অভিবাসন আইন পাস করতে ওবামার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
অভিবাসন আইন পাস করতে ওবামার অঙ্গীকার

ওয়াশিংটন: অভিবাসন আইন সংস্কারের জন্য বিভক্ত কংগ্রেসকে চাপ দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস সমর্থিত এ বিল পাস করতে বুধবার ব্যর্থ আইনজীবীদের আহ্বান জানিয়েছেন তিনি।



বহুল আকাঙ্খিত এ ‘ড্রিম অ্যাক্ট’ পাস হলে তা অবৈধ তরুণ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়াসহ কলেজ বা সেনাবাহিনীতে যোগদানের পথ সহজ করবে। কিন্ত এ বিল ৬০টি ভোট কম পাওয়ায় শনিবার সিনেটে উত্থাপন করা সম্ভব না।

এদিকে বিলটি কংগ্রেসে যাওয়ার পথ প্রশস্থ করতে ওবামা অঙ্গীকারবদ্ধ বলে জানান। এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ওবামা বলেন, ‘এ ড্রিম অ্যাক্ট’ ভোট এখনও পর্যন্ত আমার সবচেয়ে বড় হতাশা। এর মধ্য দিয়ে আমি ছেলেমেয়েদের জন্য ভাল কিছু করতে চেয়েছিলাম। ’

এ ঘটনা তিনি সেইসব ছেলেমেয়েদের জন্য ‘পীড়াদায়ক’ বলে উল্লেখ করেন যারা তাদের মা-বাবার সঙ্গে অবৈধভাবে এ দেশে এসেছে এবং এক্ষেত্রে তারা দোষী না হলেও এর ফল ভোগ করছে।

তিনি বলেন, ‘আমি খুবই হতাশ যে কংগ্রেস এ ড্রিম অ্যাক্টটি পাশ করতে ব্যর্থ হয়েছে। এর মধ্য দিয়ে আমরা সেসব ছেলেমেয়েকে শাস্তি দেওয়া বন্ধ করতে পারবো যারা তাদের মা-বাবার কর্মকাণ্ডের শিকার। একইসঙ্গে আমরা তাদের সেনাবাহিনীতে কাজ করার বা পড়াশোনার সুযোগ দিতে পারবো। এর মধ্য দিয়ে তারা তাদের মেধা ও দক্ষতা এ দেশের জন্য কাজে লাগাতে পারবে। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।