ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মানবতাবিরোধী অপরাধ

আর্জেটিনার সাবেক একনায়কের যাবজ্জীবন

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
আর্জেটিনার সাবেক একনায়কের যাবজ্জীবন

করদোবা: মানবতার বিরুদ্ধে বিরোধী অপরাধের জন্য আর্জেটিনার সাবেক একনায়ক হোর্হে ভিদেলাকে (৮৫) বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির বিচারক মারিয়া এলবা মার্টিনেজ এ রায় ঘোষণা করেন।


 
প্রাক্তন এই আর্মি জেনারেল ১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত আর্জেন্টিনার একনায়ক শাসক ছিলেন। শাসনকালে তিনি বামপন্থী ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে মানবতাবিরোধী ভয়াবহ সহিংসতা শুরু করেন। যা ‘নোংরা যুদ্ধ’  নামে পরিচিত।

তার নৃশংস শাসনামলে ৩০ হাজার লোক ‘নিখোঁজ’ হয়ে যায় এদের মধ্যে অনেককে রাতের বেলা বিমান থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। এছাড়াও তিনি সারা দেশে ৫০০ গোপন বন্দীশালা স্থাপন করেছিলেন, যেখানে অনেকের ওপর নির্যাতন চালিয়ে হত্যা করা হতো। তার এইসব অপরাধের প্রেক্ষিতেই তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, তিনি তার যা করেছেন তা স্বীকার করলেও এগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অস্বীকার করেন। তিনি বলেন তাকে অন্যায়ভাবে ‘রাজবন্দী’ করা হয়েছে। দণ্ডাদেশ দেওয়ার পূর্বে শুনানি চলাকালে তিনি বলেন, ‘আমি পূর্ণ শ্রদ্ধার সঙ্গে বলতে চাই আমার অধঃস্তনরা শুধুমাত্র নির্দেশ অনুসরণ করেছে। আমি বিজয়ের দাবি জানাই এবং এই পরিণতির জন্য আমি অনুতপ্ত। ’ এছাড়া তিনি আরও বলেন ১৯৭০ সালে আর্জেন্টিনার নোংরা যুদ্ধ ‘নাশকতাকারীদের’ বিরুদ্ধে করা হয়েছিল।

বিচারক মারিয়া এলবা মার্টিনজ ভিদেলাকে ‘রাষ্ট্রের সুনির্দিষ্ট সন্ত্রাস’ বলে অভিহিত করেন। তিনি তাকে সামরিকের পরিবর্তে সাধারণ নাগরিকের জন্য করা কেন্দ্রীয় সংশোধন কারাগারে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন।

এদিকে, মঙ্গলবার পৃথক আরেকটি বিচারকার্যে আরও তিনজন প্রাক্তন সামরিক কর্মকর্তাকে একই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩০ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।