ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় সেনা অভিযান শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে: আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
গাজায় সেনা অভিযান শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে: আব্বাস

গাজা: গাজায় ইসরায়েলের সেনা অভিযানের নিন্দা করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সতর্ক করে দিয়েছেন, এরফলে শান্তি প্রক্রিয়া বিপন্ন হচ্ছে। তিনি বুধবার এসব কথা বলেন।



মাহমুদ আব্বাস রামাল্লায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ক্রিশ্চিয়ান বার্জারের সঙ্গে বৈঠকের পর বলেন, গাজায় ইসরায়েলের নতুন কোনো ধরনের আগ্রাসনের ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি প্রতিষ্ঠা সকল চেষ্টা হুমকির মধ্যে পরবে।

আব্বাস ইউরোপীয় ইউনিয়নের কাছে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার আহবান জানিয়েছেন।  

এরআগে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় রকেট হামলা চালিয়েছে। প্রায় দুই বছর আগে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে ১৪০০ ফিলিস্তিনিকে হত্যা করে।

উল্লেখ্য, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন চালু রাখার পর সেপ্টেম্বর থেকে ফিলিস্তিন ও ইসরায়েল শান্তি আলোচনা বন্ধ রয়েছে।


বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।