ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকস বিষয়ে টাস্ক ফোর্স চালু করছে সিআইএ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
উইকিলিকস বিষয়ে টাস্ক ফোর্স চালু করছে সিআইএ

ওয়াশিংটন: মার্কিন গোপন নথি ফাঁস হওয়ার ঘটনার প্রভাব যাচাই করতে টাস্ক ফোর্স চালু করতে যাচ্ছে সিআইএ। সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসে হাজার হাজার মার্কিন গোপন নথি ফাঁস হওয়ার ঘটনা সংস্থাটির পররাষ্ট্র সম্পর্ক এবং কার্যকর শাখায় প্রভাব রাখার বিষয়টি যাচাই করে দেখবে সংস্থাটি।

 

‘উইকিলিকস টাস্ক ফোর্স’ (ডব্লিউটিএফ) নামের এ কার্যক্রমে সম্প্রতি ফাঁস হওয়া নথিপত্রের তাৎক্ষণিক প্রভাব যাচাই করে দেখা হবে। ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

এতে বলা হয়, ‘এর মধ্যে একটি কাজ হবে এ ঘটনার মধ্য দিয়ে সরকারের তথ্য গোপন রাখার ক্ষমতা হ্রাস পেয়েছি কিনা তা যাচাই করে দেখা। ’

সিআইএর মুখপাত্র জর্জ লিটল সংবাদপত্রটিকে বলেন, ‘সিআইএ’র পরিচালক উইকিলিকসে গোপন নথি ফাঁস হওয়ার ঘটনা সংস্থাটির পররাষ্ট্র ও কার্যকর শাখায় প্রভাব রেখেছে কিনা তা পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন। ’

সিআইএ’র  কাউন্টার ইন্টেলিজেন্স কেন্দ্রের নেতৃত্বে সংস্থাটির অন্যান্য বিভাগের আরও দুই ডজনেরও বেশি সদস্য এ প্যানেলে কাজ করবেন বলেও প্রকাশিত প্রতিবেদনে জানা যায়।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।