ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথমবারের মত পুলিশের উচ্চপদে আফগান নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
প্রথমবারের মত পুলিশের উচ্চপদে আফগান নারীরা

কাবুল: আফগানিস্তানের নারীদের প্রথমবারের মত পুলিশের উচ্চ পদে নিয়োগ দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের স্কাই নিউজ বুধবার এ তথ্য জানিয়েছে।



অতীতে এক্ষেত্রে নারীরা শুধু পেছন থেকে পুলিশদের জন্য সহযোগিতামূূলক কাজ করে আসছিলো। কিন্তু এখন আফগান ন্যাশনাল পুলিশে (এএনপি) তাদের পুরুষ সহকর্মীদের সাহায্য করতে নারীদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ব্রিটিশ প্রশিক্ষকদের সাহায্যে আফগান কর্তৃপক্ষ এ কার্যক্রম পরিচালনা করবে।     

এক্ষেত্রে একইসঙ্গে পুরুষ ও নারীদের কাছাকাছি যাওয়ার সুবিধা থাকায় তারা আফগানিস্তানের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংস্কৃতিক বিধিনিষেধের কারণে আফগান পুরুষ পুলিশদের নারীদের কাছাকাছি যাওয়ার অনুমতি নেই।

ব্রিটিশ পুলিশ প্রশিক্ষকদের একজন বলেন, ‘নারীরা অপরিহার্য। তারা এমন জায়গায় যেতে পারে যেখানে পুরুষেরা পারেন না। উদাহরণ হিসেবে তালেবান জঙ্গি পরিচালিত এমন একটি কম্পাউন্ডের কথা বলা যায় যেখানে সবাই নারী। সেখানে এএনপি’র নারী সদস্যরা পুরুষদের অনুসরণ করে তাদের খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে পারবে। ’

আফগান ন্যাশনাল পুলিশের প্রধান ক্যাপ্টেন ফরিদ বলেন, ‘তালেবান জঙ্গিরা নারী পুলিশ কর্মীদের ভয় পায়। তাই তাদের পুলিশ বাহিনীতে যদি অনেক নারী কর্মী থাকে তাহলে তারা সব জায়গায় তালেবান জঙ্গিদের সন্ধান করতে পারবে। ’

তৃতীয় লেফটেন্যান্ট নাগারা আব্দুল নাবি এমন একজন নারী পুলিশ কর্মকর্তা যিনি ব্রিটিশ প্রশিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। হেলমন্দ প্রদেশের লাসকার ঘা’র কাছের বোস্ট বিমানবন্দরে তিনি নিয়মিতই পুরুষদের ব্যাগ ও বোরখা পড়া নারীদের তল্লাশি করে থাকেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।