ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

ব্যাংকক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজাজিভা তার দেশের প্রধান কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন। দেশটির দক্ষিণে চলমান সমস্যা বিষয়ে আলোচনার জন্য ওই সভার আয়োজন করা হয়েছিল।



বৈঠকে সেনা প্রধান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান উপস্থিত ছিলেন।

দেশটির সর্বদক্ষিণের মুসলিম অধ্যুষিত প্রদেশ ইয়েলা, পাত্তানি এবং নারাহিওয়াতে ২০০৪ সাল থেকে শুরু হওয়া বিদ্রোহে এপর্যন্ত প্রায় ৪ হাজার চারশ জন লোক নিহত হয়েছে।

সেনাপ্রধাণ জেনারেল প্রাউথ চান-ওকা, ন্যাশনাল ইন্টিলিজেন্স এজেন্সি (এনআইএ) পরিচালক স্বপন তানইউথানা, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মহাসচিব কিত্তিপং কিত্তাউয়ার্ক ওই সভায় উপস্থিত থাকবেন। একঘণ্টা ১৫ মিনিট ব্যাপী ওই সভা সরকারের বাসভবনে অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠান শেষে আইন মন্ত্রণালয়ের স্থায়ী সচিব বলেন দেশের দক্ষিণে চলমান সমস্যা বিষয়ে আলোকপাত করা হয়।  


বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১৬ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।