ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালির চিলির ও সুইস দূতাবাসে পার্সেল বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
ইতালির চিলির ও সুইস দূতাবাসে পার্সেল বোমা বিস্ফোরণ

রোম: ইতালির রাজধানী রোমের চিলি ও সুইজারল্যান্ডের দূতাবাসে বৃহস্পতিবার পৃথক প্যাকেট বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে দুই অফিসে দুইজন আহত হয়েছে।

দূতাবাসের মুখপাত্ররা এ তথ্য জানান।


তবে কারা হামলার সঙ্গে জড়িত এ বিষয়ে এখনো কিচু জানানো হয়নি। বার্তা সংস্থা আনসা এ খবর প্রকাশ করেছে। কর্মকর্তারা জানান, সুইস দূতাবাসের বোমাটি দিনের মধ্যভাগে বিস্ফোরণ ঘটে। এর কয়েক ঘণ্টা পর চিলির দূতাবাসেও আরেকটি প্যাকেট বোমা বিস্ফোরিত হয়।

গত মঙ্গলবার রোমের আন্ডারগ্রাউন্ড রেলের প্লাটফর্ম থেকে উদ্ধার করা বোমার ডিভাইসটি ওই পরিকল্পনারই অংশ বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮২৪ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।