ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৩৫ সেনা-জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০
পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৩৫ সেনা-জঙ্গি নিহত

পেশোয়ার: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী এলাকায় শুক্রবার পাঁচটি আধাসামরিক চেকপয়েন্টে তালেবান জঙ্গিদের আক্রমণের পর বন্দুকযুদ্ধে কমপক্ষে ১১ জন সেনাসদস্য এবং ২৪ জন জঙ্গি নিহত  হয়েছে।

উচ্চপদস্থ একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের ওই চেকপোস্টে অন্তত ১৫০ জন তালেবান জঙ্গি হামলা চালায়।

দুই পক্ষের বন্দুকযুদ্ধে ২৪ জঙ্গি নিহত হলে বাকি জঙ্গিরা পিছু হটে যায়।

আদিবাসী অধ্যুষিত মোহমানদ জেলাপ্রশাসক আমজাদ আলি খান এ অঞ্চলের প্রধান শহর ঘালানাইয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, আমাদের অন্তত ১১ সেনা নিহত এবং ১২ জন আহত হয়েছে।

আঞ্চলিক প্রশাসন এবং আধাসামরিক বাহিনী হামলা এবং হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।