ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ইরানের রেভল্যুশনারি গার্ডের সদস্য আটক: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০
আফগানিস্তানে ইরানের রেভল্যুশনারি গার্ডের সদস্য আটক: ন্যাটো

কাবুল: ইরানের রেভল্যুশনারী গার্ডের এক সদস্যকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চল থেকে আটক করা হয়েছে। সীমান্তে অস্ত্র চোরাচালানের অভিযোগে তাকে আটক করা হয় বলে আন্তর্জাতিক বাহিনী ন্যাটো শুক্রবার জানিয়েছে।



তালেবান জঙ্গিদের অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ ব্যক্তিকে শনিবার দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের জারি জেলা থেকে আটক করা হয়।

ন্যাটোর আন্তর্জাতিক প্রতিরক্ষা সহায়তা বাহিনীর (আইএসএএফ) মুখপাত্র বলেন, ‘নিমরোজ প্রদেশের মধ্য দিয়ে ইরান ও কান্দাহারে বিক্ষোভকারীদের অস্ত্র সরবারহ করার জন্য তাকে আটক করা হয়েছে। ’ এসব দেশে তিনি হালকা অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে আইএসএএফ’র ওই মুখপাত্র বলেন, ‘আটক ব্যক্তি কান্দাহার থেকে অস্ত্র সরবরাহ করেন এবং এ প্রদেশের তালেবান নেতাদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ আছে। ’

এ ঘটনার মধ্য দিয়ে আবারও ইরান, আফগানিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের জটিল সম্পর্কের বিষয়টি আলোচনায় চলে এলো।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।