ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা এবং হেলিকপ্টার হামলায় নিহত ৮৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা এবং হেলিকপ্টার হামলায় নিহত ৮৪

ইসলামাবাদ: আত্মঘাতী বোমা হামলা এবং নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার হামলায় পাকিস্তানে শনিবার মোট ৮৪ জন নিহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তরপশ্চিমের আদিবাসী অধ্যুষিত এলাকায় শনিবার এ ঘটনা ঘটে।

এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কাহারের খাদ্য বিতরণ কেন্দ্রে এক নারী আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। এটি আইন শৃঙ্খলাহীন আদিবাসী অধ্যুষিত বাজায়ুর জেলার প্রধান শহর।

এলাকার প্রশাসনিক কর্মকর্তা সোহেল খান বলেন, ‘আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত ৪১ জন নিহত ও ৭০ জনেরও বেশি আহত হয়েছেন। ‘

স্থানীয় সরকারী হাসপাতালের প্রধান চিকিৎসক মোহাম্মদ হাফেজ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। একইসঙ্গে এদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু আছেন বলেও জানান তিনি।
কাহারের সহকারী প্রশাসক তারিক খান বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আত্মঘাতী হামলাকারী একজন নারী ছিলেন। ’
ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন থেকে কাহারে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়।

এদিকে শনিবারই পৃথক আরেকটি ঘটনায় কমপক্ষে ৪০ জন জঙ্গি নিহত হয়েছেন। শনিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দেশটির আফগানিস্তান সীমান্তবর্তী মুহমান্দ নামের আদিবাসী এলাকায় জঙ্গিদের এক গোপন আস্তানায় হেলিকপ্টার থেকে গুলানিক্ষেপ করলে হতাহতের এ ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার পাঁচটি তল্লাশীকেন্দ্রে জঙ্গিদের সম্মিলিত হামলায় আধাসামরিক বাহিনীর ১১ জন সদস্য এবং কমপক্ষে ২৪ জঙ্গি নিহত হন। এর পরিপ্রেক্ষিতেই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই তল্লাশি অভিযান চালান।

মুহমান্দ এলাকার উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা আমজাদ আলি খান বলেন, ‘জঙ্গিদের সন্দেহভাজন গোপন আস্তানা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী এই অভিযান পরিচালনা করতে সহায়তা করেছে। এতে এ পর্যন্ত চল্লিশজন জঙ্গি নিহত হয়েছেন। ’

এছাড়াও একজন জেষ্ঠ্য নিরাপত্তা কর্মকর্তা এবং স্থানীয় সেনা কর্মকর্তাও হতাহতের খবর নিশ্চিত করেছেন। মূলত বাইজাই এবং লাকরো গ্রামে এ অভিযান চালানো হয় বলেও তারা জানান।

এলাকায় অনুসন্ধান কাজ চলছে বলেও কর্মকর্তারা জানান।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২২৭ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।