ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যর্থ রকেট উৎক্ষেপণ ভারতের লক্ষ্যের জন্য হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
ব্যর্থ রকেট উৎক্ষেপণ ভারতের লক্ষ্যের জন্য হুমকি

ব্যাঙ্গালোর: ভারতে রকেট বিস্ফোরণের ঘটনা আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিকভাবে কৃত্রিম উপগ্রহ ছাড়ার প্রচেষ্টাকে হুমকিতে ফেলবে । রোববার বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্ক বার্তা জানিয়েছেন।



এর মধ্য দিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মত ভারতে রকেট বিস্ফোরণের ঘটনা ঘটল।

ভারতের মহাকাশ প্রকল্পের বিজ্ঞানীরা রোববার রকেট বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।  

দেশটির মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) মুখপাত্র এস. সতিশ বলেন, ‘ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আগামী দুই একদিনের মধ্যেই একটি কমিটি ঘটন করা হবে। ’

উল্লেখ্য, রকেটটি উৎক্ষেপণের ৪৭ সেকেন্ড পর তা আট কিলোমিটার উচ্চতায় বঙ্গোপসাগরের উপর বিস্ফোরিত হয়।  

এর মধ্য দিয়ে ২০১৬ সালের মধ্যে মহাকাশে ভারতের মনুষ্যযান পাঠানোর পরিকল্পনা হুমকির মুখে পড়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দেন।

এ বিষয়ে মহাকাশ বিজ্ঞানী এম. এন ভাহিয়া বলেন, ‘শনিবারের ঘটনা নিশ্চিতভাবেই পরিকল্পনায় বিলম্ব ঘটাবে। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫৪ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।