ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুই জঙ্গিকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

গাজা সিটি: অবরুদ্ধ গাজায় গুলি করে দুই মুসলিম জঙ্গিকে হত্যা করেছে ইসরায়েলের সেনা সদস্যরা। গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে রোববার এ ঘটনা ঘটে।

ফিলিস্তিন ও ইসরায়েল থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি সেনা এবং জঙ্গি সদস্যদের মধ্যে গুলিবিনিময়ের সময় হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনের জঙ্গি সংগঠন আল-কুদস এ তথ্য জানায়।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

জঙ্গিরা সীমান্তের নিরাপত্তা বেষ্টনিতে হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার সময় সেনা সদস্যরা গুলি বর্ষণ করে বলে তিনি বার্তাসংস্থা এএফপিকে জানান।

তবে তাৎক্ষনিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।