ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শিগগির বন্ধ হচ্ছে না গুয়ানতানামো কারাগার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
শিগগির বন্ধ হচ্ছে না গুয়ানতানামো কারাগার

ওয়াশিংটন: গুয়ানতানামো বে কারাগার নিকট ভবিষ্যতে বন্ধ করা সম্ভব হবে না বলে রোববার জানিয়েছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ কারাগার বন্ধ করার ব্যাপারে যে অঙ্গীকার করেছিলেন তার প্রায় এক বছর পার হয়ে গেছে।

তবে তার মুখপাত্র আইনী অনেক প্রতিকূলতার কথা জানাচ্ছেন।

কিউবার দক্ষিণাঞ্চলে অবস্থিত এ কারাগারাটি বন্ধে ওবামার চেষ্টা প্রতিপক্ষদের বাধার মুখে পড়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, ‘এটা (গুয়ানতানামো বে) অবশ্যই আগামী মাসেই বন্ধ করা যাচ্ছে না। আমার মনে হয়, বন্ধ হতে কিছুটা সময় লাগবে। ’

ওবামা এ কারাগারটিকে আল কায়েদা সদস্যদের আটকে রাখার জন্য বুশ-যুগের প্রধান প্রতীক হিসেবে বিবেচরা করেন। এখানে বন্দীদের ওপর ওয়াটার বোর্ডিংসহ নানা আইনবহির্ভূত নির্যাতন চালানো হয়।

রবার্ট গিবস প্রতিরক্ষা রিপাবলিকানদের উদ্দেশে বলেন, তারা জানুয়ারিতে প্রতিনিধিসভার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। একইসঙ্গে গত মধ্যবর্তী নির্বাচনে সিনেটেও ডেমোক্রাটদের সংখ্যাগরিষ্ঠতা নড়বড়ে হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমি মনে করি, এ ব্যাপারে কাজ করার জন্য রিপাবলিকানদের ইচ্ছার ওপর কিছুটা নির্ভর করছে। ’

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।