ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৮৮ বছর ধরে ঝুলছে ভুল পতাকা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
৮৮ বছর ধরে ঝুলছে ভুল পতাকা!

সল্টলেক সিটি: দীর্ঘ ৮৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের পতাকাটি ভুল নকশায় চলছে। এ দাবি করেছেন সেই রাজ্যেরই একজন নারী আইনপ্রণেতা।

খবর ইউপিআই-এর।

জুলি ফিশার নামের এই আইনপ্রণেতা সোমবার বলেন, প্রথম পর্যায়ে হাতে নকশায় তৈরি করা এই পতাকাটি পরিবর্তন করার সময় এসেছে।

জুলি ফিশারের বরাত দিয়ে দৈনিক দ্য সল্টলেক ট্রিবিউন জানায়, উটাহ অঙ্গরাজ্যে এ মুহূর্তে যে পতাকা আছে তা আইনের সঙ্গে যায় না। তিনি আরও বলেন, ‘১৯২২ সালে ডলি ম্যাকমোনেগাল নামের এক নারী হাতে নকশা করে অঙ্গরাজ্যের জন্য একটি পতাকা তৈরি করেন। কিন্তু এই পতাকায় নকশার ‘১৮৪৭’ লেখার মতো যথেষ্ট জায়গা রাখা হয় নি। ১৮৪৭ সালে মর্মন মিশনারিরা সর্বপ্রথম সল্টলেক উপত্যকায় (এখন উটাহ নামে পরিচিত) আসে।

ফিশার পতাকা নির্মাতাদের দিয়ে সঠিক নকশা তৈরি করে এ সমস্যা সমাধানের প্রস্তাব করে তিনি বলেন, ‘আমার এই প্রস্তাবের মাধ্যমে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যেমন চাচ্ছে ঠিক তেমন একটি পতাকা ব্যাবহার করতে পারবে। তারা যখন এই নতুন পতাকা ব্যবহার করবে তখন বিধিবদ্ধ আইন সঠিকভাবে অনুসরণ করা হবে। ’

বাংলাদেশ সময়: ১২৫০ ঘন্টা, ২৭ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।