ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, মে ২৩, ২০১১
পাকিস্তানে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৯

করাচি : পাকিস্তানের করাচিতে নৌবাহিনীর একটি বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলায় অন্ততঃ ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন জঙ্গি।

বাকি ৩ জন সেনা সদস্য। স্থানীয় উর্দু ভাষার টেলিভিশন এআরওয়াই এ খবর দিয়েছে।

রোববার রাতে সন্ত্রাসীরা ওই হামলা চালায়। এতে বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাহির নাভিদ জানান, নৌবাহিনীর মেহরান বিমান ঘাঁটিতে সন্ত্রাসীরা এ হামলা চালায়।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, হামলায় অন্ততঃ চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। ঘাঁটির কয়েকটি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় টেলিভিশনের খবরে জানা যায়।

হামলাকারীদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষে হয়েছে। এ সময় দূর থেকে বিস্ফোরণ ও গোলগুলির শব্দ শোনা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ থেকে ২০ জন জঙ্গি এ হামলায় অংশ নেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, ‘এ হামলায় পাকিস্তানের সরকার ও জনগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দায়বদ্ধতা থেকে পিছু হটবে না। ’

গত ২ মে যুক্তরাষ্ট্রের আকস্মিক অভিযানে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হন। ওই ঘটনার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় জঙ্গিরা। এরই মধ্যে তারা কয়েক জায়গায় হামলাও চালিয়েছে।

বাংলাদেশ সময় : ০৪০০ ঘণ্টা, মে ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।