ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারপাত

ফের বিমান চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০
ফের বিমান চলাচল শুরু

নিউইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আবারও বিমান চলাচল শুরু হয়েছে। ভয়াবহ তুষারপাতের কারণে বড়দিনের আগে প্রায় ৭ হাজার ফাইট বাতিল হওয়ার পর সোমবার বিকেল থেকে চলাচল শুরু হয়।

খবর বিবিসির।

এর মধ্যে নিউইয়র্ক, বস্টন এবং ফিলাডেলফিয়ায় বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যায়।

তবে বাতিল হয়ে যাওয়া ফাইটগুলো স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে কর্মকর্তারা সতর্ক করে দেন।

এদিকে তুষারঝড় এবং এর পরবর্তী পরিস্থিতির কারণে বিমানসংস্থাগুলোর এ পর্যন্ত ১০ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে বিশ্লেষকরা জানান। একইসঙ্গে তুষারপাতের কারণে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্থ হয়ে পড়ে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডের মেইন অঙ্গরাজ্যে গাড়ি দুর্ঘটনায় একজন নিহত হন এবং নিউ জার্সির সড়কে ৫০ যাত্রী নিয়ে দু’টি বাস আটকে পড়ে। তুষারঝড়ই মূলত এসব দুর্ঘটনা কারণ।

তবে সপ্তাহের বাকি দিনগুলোতে আবহাওয়ার অবস্থার উন্নতি হবে এবং তা বরফ পরিষ্কারে সাহায্য করবে বলে আবহাওয়াবিদরা জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।