ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন সাদা চামড়ার কৃষ্ণাঙ্গ শিল্পী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০
চলে গেলেন সাদা চামড়ার কৃষ্ণাঙ্গ শিল্পী

লসঅ্যাঞ্জেলস: টিনা ম্যারির সর্বশেষ অ্যালবাম ‘কঙ্গো স্কয়ার’ এর নামকরণ করা হয়েছিল নিউঅরলিন্সে দাসদের ঐতিহাসিক সম্মেলন স্থলের নামানুসারে। কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং এর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গান গাওয়া হয়েছে এই অ্যালবামে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য ‘ব্ল্যাক কুল’ শিরোনামে একটি গান গাওয়া হয় এতে।

গত রোববার ৫৪ বছর বয়সে তার মৃত্যু হয়।

টিনা ম্যারি যদিও একজন শেতাঙ্গ ছিলেন, কিন্তু পুরোপুরি কৃষ্ণাঙ্গ সংস্কৃতিতে ডুবে ছিলেন তিনি। কৃষ্ণাঙ্গ শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয় এই তারকা শুধুমাত্র তার মেধার জন্য নয় বরং তার আত্মার সৌন্দর্যের জন্যও শ্রদ্ধেয় ছিলেন।

‘কঙ্গো স্কয়ার’ অ্যালবামের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের সম্পর্কে তিনি বলেছিলেন, ‘আমি সাদা চামড়ার একজন কৃষ্ণাঙ্গ শিল্পী। একজন মানুষকে তার নিজের আত্মার গানই গাইতে হয়। ’

লাভগার্ল, স্কয়ার বিজ, ফায়ার এন্ড ডিজায়ারসহ আরও অসংখ্য জনপ্রিয় ক্যাসিক অ্যালবামের এই শিল্পীকে রবিবার প্যাসাডেনায় তার নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টিনা কৃষ্ণাঙ্গদের জন্য গাওয়া প্রথম শিল্পী নয়। তবে তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ শ্রোতাদের কাছে একচ্ছত্র জনপ্রিয়তার অধিকারী।

সঙ্গীতে ক্যারিয়ার শুরুর অনেক আগে থেকেই কৃষ্ণাঙ্গ সমাজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি প্রথম যৌবনেই এ ধরনের গানে তার ক্যারিয়ার তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন।

টিনা ১৯৭৯ সালে তার ক্যারিয়ার শুরু করেন। শেতাঙ্গ চেহারা দেখলে কৃষ্ণাঙ্গরা অ্যালবাম নাও কিনতে পারে ভেবে তার প্রথম অ্যালবাম ‘ওয়াইল্ড অ্যান্ড পিসফুল’ এর প্রচ্ছদে তিনি নিজের ছবি ব্যবহার করেননি । রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছিল এই অ্যালবাম।

স্টিভ ওয়ান্ডার, জ্যাকসন ফাইভ, মরভিন গয়াসহ তখনকার অত্যন্ত জনপ্রিয় কৃষ্ণাঙ্গ তারকাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছিল তাকে। ২০০৯ সালে টিনা তার ক্যারিয়ারের ৩০ বছর পূর্ণ করেন। আমৃত্যু তিনি সঙ্গীত নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।