ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০০৫ সালের ক্যালেন্ডার চলবে ২০১১ তেও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০
২০০৫ সালের ক্যালেন্ডার চলবে ২০১১ তেও

ঢাকা: বাড়িতে কী ২০০৫ সালের পুরানো ক্যালেন্ডার আছে? থাকলে ভুল করেও তা নষ্ট করবেন না। এখনই বের করে ঝেড়েমুছে ফেলুন।

একদিন পর যে নতুন বছরটি আসছে ওটা আবার কাজে লাগবে। শুধু মাথায় ২০০৫ কেটে লিখতে হবে ২০১১।

আশ্চর্যভাবে দুটি বছরের বার, দিন একেবারে হুবহু মিলে যাচ্ছে এবার। দুটি বছরের শুরু হচ্ছে শনিবার। দুটি ক্ষেত্রেই ২৬ জানুয়ারি পড়েছে বুধবার।

২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ের চাকা এমনভাবে ঘুরেছে যে, প্রায় অসম্ভব ব্যাপারটা সম্ভব হয়েছে। ২০০৫ ও ২০১১ সালের ক্যালেন্ডার তাই হয়েছে যমজের মতো। খবর পিটিআই।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।