ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হিলারি ক্লিনটনের মুখোশ পরে ব্যাংক ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০
হিলারি ক্লিনটনের মুখোশ পরে ব্যাংক ডাকাতি

ওয়েস্ট ভার্জিনিয়া: অভিনব পদ্ধতিতে একজন বন্দুকধারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মুখোশ পরে যুক্তরাষ্ট্রের লউডোন কাউন্টির ওয়াচোভিয়া ব্যাংকে ডাকাতি করেছে।

গত ২৭ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৯টা ১৪ মিনিটে ডাকাতির এ ঘটনা ঘটে।

ব্যাংকের নগদ অর্থ নিয়ে ডাকাতটি পালিয়ে যায়। তবে কি পরিমাণ অর্থ ব্যাংক থেকে খোয়া গেছে তা জানা যায়নি।

কাউন্টি কার্যালয় থেকে কোনো ধরনের হতাহতের খবর জানানো হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাতটি উচ্চতা ৬ ফুট, গায়ের রঙ কালো। তাকে কালো জ্যাকেট ও লাল শার্ট পরা অবস্থায় দেখা গেছে।

এ বছর ওয়াচোভিয়া ব্যাংকটিতে দ্বিতীয়বারের মতো ডাকাতির ঘটনা ঘটল। এর আগে, গত ২০ নভেম্বর বেনজামিন এল সেবাস্তিয়ান নামের এক পেশাদার ডাকাত ওই ব্যাংকে লুটপাট চালান। তিনি এ মুহূর্তে পুলিশের কাছে আটক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।