ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্ষণের দায়ে অভিযুক্ত ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০
ধর্ষণের দায়ে অভিযুক্ত ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট

তেল আবিব: ধর্ষণ ও যৌননিপীড়ন মূলক অপরাধে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মশে কাতসাভকে (৬৩) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে।

তেল আবিবের একটি আদালতে এই অভিযোগ দায়ের করা হয়।

তবে বিচারের দিন এখনও নির্ধারণ করা হয়নি।

উল্লেখ্য, কাতসাভ পর্যটন দপ্তরের মন্ত্রী এবং প্রেসিডেন্ট থাকাকালে একাধিক নারী সহকর্মী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উত্থাপন করে। ২০০৭ সালে তিনি অবসর গ্রহণ করেন। ২০০৮ সালে তাকে এই অপরাধ নিয়ে কৈফিয়ত দিতে বললেও তিনি তা এড়িয়ে যান।

যদিও কাতসাভ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে বলছেন, আদালতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন।

এদিকে, কাতসাভ যদি দোষী প্রমাণিত হন তাহলে তাকে ১৬ বছরের কারাদ- ভোগ করতে হবে। এছাড়া ইসরায়েলে তিনিই হবেন প্রথম যৌন নিপীড়নের দায়ে দোষী রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।