ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল চিলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল চিলি

সান্তিয়াগো: লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশকে অনুসরণ করে এবার চিলি মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলফ্রেদো মরেনো শুক্রবার এ ঘোষণা দেন।



আলফ্রেদো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঘোষণা পাঠ করে শোনান, ‘চিলির সরকার আজ (শুক্রবার) এই প্রস্তাব গ্রহণ করেছে, ফিলিস্তিন একটি মুক্ত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ’

তিনি আরও বলেন, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়েন পিনেরা আগামী ৪ ও ৫ মার্চ ফিলিস্তিন ও ইসরায়েল সফরে যাবেন।

গত বছর ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, ইকুয়েডর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। উরুগুয়ে আগামী বছর এ স্বীকৃতি দেবে বলে জানা গেছে।

এরও আগে কিউবা, ভেনিজুয়েলা, নিকারাগুয়া ও কোস্টারিকা ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।