ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক সহায়তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
পাকিস্তানে সামরিক সহায়তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: পাকিস্তানের জন্য সামরিক, গোয়েন্দা ও অর্থনৈতিক সহায়তা বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে ওয়াশিংটন পোস্টে এ খবর প্রকাশ করা হয়।

খবর এএফপির।

খবরে বলা হয়, ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দেশটি জঙ্গি দমনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

দৈনিকটি জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেন আগামী সপ্তাহে এ বার্তা নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছেন।

মার্কিন কর্মকর্তারা চায়, জঙ্গিদের হুমকি নির্মূল করতে পাকিস্তান একটি আক্রমণাত্মক অভিযান পরিচালনা করুক।

শুক্রবার পাকিস্তানে উত্তর ওয়াজিরিস্তানে মানববিহীন ড্রোন বিমান হামলায় পাঁচজন নিহত হয়। এ হামলার ব্যাপারে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত না করলেও আফগানিস্তানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-ই একমাত্র বাহিনী যারা ড্রোন হামলা চালায়।

ওয়াশিংটন পোস্টের মতে, বাইডেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি ও অন্য কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, তারা যেন ওই অঞ্চলের জন্য দীর্ঘ মেয়াদি কৌশল নির্ধারণ করে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।