ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বয়স্ক বাবা-মার দেখভালে আইন হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
চীনে বয়স্ক বাবা-মার দেখভালে আইন হচ্ছে

বেইজিং: বয়স্ক বাবা-মা বা পরিবারের অন্য সদস্যদের দেখভালের জন্য আইন করতে যাচ্ছে চীনের সরকার। খবর ডেইলি মেইলের।



এ দায়িত্বে অবহেলা করলে অবসরপ্রাপ্ত বয়স্ক বাবা-মা তাদের সন্তানদের বিরুদ্ধে দেশের আদালতে বিচার চাইতে পারবেন। আইনটি আপাতত খসড়া আকারে আছে।

চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি অনুযায়ী বয়স্ক বাবা-মায়ের দেখাশোনা করা সন্তানের নৈতিক দায়িত্ব। কিন্তু কাজের চাপ, এক স্থান থেকে অন্য স্থানে চলে ফলে দিন দিন পরিবারের বন্ধন শিথিল হয়ে যাচ্ছে।

এ আইন পাস হলে কোনো সন্তান শারীরিক বা মানসিকভাবে তাদের বাবা-মাকে দেখাশোনার আদালতের আদেশ অবজ্ঞা করলে তাদের জেল-জরিমানা করা ুহবে।

চীনে বর্তমানে বয়স্ক লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির মোট জনগোষ্ঠীর এক অষ্টমাংশ ৬০ বছরের ওপরে এবং তাদের অর্ধেকের বেশি নিঃসঙ্গতায় সময় কাটান।

মূলত ১৯৯৬ সালে প্রণীত একটি আইনের আওতায়  বয়স্কদের অধিকার ও স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নাগরিক অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উ মিং জানান।

তবে নতুন এ আইন বহাল রাখা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন চীনের এক আইনজীবী। কিয়ান জুন শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যকে বলেন, ‘জনগণকে আইনগতভাবে বাধ্য করার পরিবর্তে নৈতিক শিক্ষা জোরদার করা অনেক বেশি কার্যকরী। ’

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।