ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, বেকারত্ব

আলজেরিয়ায় দাঙ্গায় নিহত ২, আহত ৪০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

আলজিয়ার্স: খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের কারণে আলজেরিয়ায় দাঙ্গায় দুইজন নিহত এবং পুলিশসহ ৪০০ লোক আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাহো আল কাবলিয়া শনিবার এ তথ্য জানিয়ে বলেন, সরকার এই সংকট নিরসনে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।



এই মন্ত্রী দেশটির জাতীয় রেডিওতে বলেন, আলজিয়ার্স থেকে ৩০০ কিলোমিটার দণিপশ্চিমে মাসিলা অঞ্চলে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ইল-খবর নামের একটি আরবিভাষার দৈনিক আজেদিন লেবজা নামের ১৮ বয়সি এক কিশোরের মৃত্যুর কথা নিশ্চিত করে।

তিনি আরও বলেন, পুলিশ এই বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে চেয়েছিল আর এজন্য তাদের মূল্যও দিতে হয়েছে। কারণ এতে ৩০০ জন পুলিশ আহত হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতে, আলজেরিয়ার ৭৫ শতাংশ নাগরিকের বয়স তিরিশের নিচে। যার মধ্যে ২০ শতাংশই বেকার। যদিও এরমধ্যে অনেকেই যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কাজ পাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।