ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সহিংসতা পরিহারের আহবান ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির

ইন্টারন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

প্যারিস: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল মিশরের প্রেসিডেন্ট হোসনে মোবারককে সহিংসতা পরিহারের আহবান জানিয়েছেন।

শনিবার এ তিন নেতা এক যুক্ত বিবৃতিতে মিশরে বিক্ষোভ দমনে সহিংসতা পরিহারের এ আহবান জানানো হয়।

এতে বলা হয়, ‘আমরা হোসনে মোবারককে যেকোনো মূল্যে নিরস্ত্র জনসাধারণের প্রতি সহিংস আচরণ পরিহারের আহবান জানাচ্ছি। পাশাপাশি বিক্ষোভকারীরা যেনো শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে পারে। ’

বিবৃতিতে মিশরীয় নাগরিকদের চলমান বিক্ষোভের প্রতি সমর্থনও ব্যক্ত করেছেন এ তিন নেতা।

মিশরে মোবারক বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৮০জন নিহতসহ হাজারেরও বেশি মানুষ আহত হওয়ার ঘটনা যখন ঘটলো ঠিক এমন সময়ে তারা এ আহবান জানালেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট হোসনে মোবারকের সরকারের পদত্যাগের দাবিতে গণবিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারী ও পুলিশের মধ্রে ব্যাপক সংঘর্ষ হয। একপর্যায়ে ুব্ধ জনতার আন্দোলনের মুখে হোসনে মোবারক তার মন্ত্রীসভা ভেঙ্গে দেন। নতুন করে নিয়োগ দেন ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। কিন্তু বিক্ষোভকারীরা চান প্রেসিডেন্টেরই পদত্যাগ।

বাংলাদেশ সময়: ০৪১৫ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।