ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সরকার বিরোধী বিক্ষোভে নিহত শতাধিক

ইন্টারন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
মিশরে সরকার বিরোধী বিক্ষোভে নিহত শতাধিক

কায়রো: মিশরের কায়রোয় ৫দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ১০২জন নিহত হয়েছেন। আর শনিবারেই এর সংখ্যা দাড়িয়েছে ৩৩-এ।

দেশটির নিরাপত্তা ও মেডিকেল সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে সরকার বিরোধী বিক্ষোভে টালমাটাল হয়ে পড়েছে দেশটি। আর মন্ত্রীসভা ভেঙ্গে দেওয়া ও নতুন করে ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট হোসনে মোবারক। পরিস্থিতি নিয়ন্ত্রণে তার মতো চেষ্টা চালিয়ে গেলেও অবস্থা যেন ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। আর তার পদত্যাগের বিষয়টিই আরও সামনে চলে এসেছে।

আরও ১০মৃতদেহ কায়রোর ৮৫মাইল দক্ষিণের বেনি স্যুইফ শহরে পাওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সেখানে একদল বিক্ষোভকারী একটি পুলিশ স্টেশন আগুনে পুড়িয়ে দেওয়ার সময় তাদের হত্যা করা হয়।

এছাড়া শনিবার কায়রোতে আরও ৩জন, গাজা সীমান্তের রাফায় ৩জন এবং ইসমাইলিয়ায় ৫জন নিহত হয়েছে।

এর আগে নিহতের সংখ্যা ৯২জন বলে উল্লেখ করা হয়েছিল।

শুক্রবার কায়রোতে ৩৫জনসহ মোট ৬২জনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার হত্যা করা হয় ৭জনকে। আহত হয়েছে কয়েকহাজার বিক্ষোভকারী।

উল্লেখ্য, গত মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট হোসনে মোবারকের সরকারের পদত্যাগের দাবিতে গণবিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আর এতেই এসব হতাহতের ঘটনা ঘটছে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতার আন্দোলনের মুখে হোসনে মোবারক তার মন্ত্রীসভা ভেঙ্গে দেন। নতুন করে নিয়োগ দেন ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। কিন্তু বিক্ষোভকারীরা চান প্রেসিডেন্টেরই পদত্যাগ।

বাংলাদেশ সময়: ০৭৪০ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।