ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সু চির রাজনৈতিক দলের ওয়েবসাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

ব্যাংকক: মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক অং সান সু চি রোববার তার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের ওয়েবসাইট চালু করেছেন।

রাজনৈতিক পরিবর্তন আনতে ও জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে সু চি ওয়েবসাইটটি চালু করেছেন।

এ সম্পর্কে সু চি এক অনলাইন বার্তায় বলেন, ‘জনগণকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে বিশ্বব্যাপী  
ভালো যোগাযোগ ব্যবস্থা থাকাটা অত্যন্ত জরুরি’। www.nldburma.org ঠিকানাটি তার দলের কাজে ব্যবহার করা হবে বলে উল্লেখ করেন সু চি।
 
জান্তা সরকার গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের আগে দলটির নিবন্ধন বাতিল করে। সু চি বলেন, ‘এই প্রক্রিয়ায় দলের সমর্থকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে খুব দ্রুত আমাদের লক্ষ্য, গণতন্ত্র  প্রতিষ্ঠার পথ সুগম করতে পারব। ’

সোমবার মিয়ানমারের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়েছে।

দীর্ঘ প্রায় দুই দশক গৃহবন্দী থাকার পর সু চি নভেম্বরের নির্বাচনের পরে সু চিকে মুক্ত করে দেয় জান্তা সরকার।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।