ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কুকুর বাঁচাতে গিয়ে মেয়ের সামনে বাবার মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১

নিউইয়র্ক: চোখের সামনে সমুদ্রে ডুবে যাচ্ছে বাবা। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল।

লোমহর্ষক এই ঘটনা ঘটছে নিউইয়র্কের ব্রাইটন সমুদ্রে । ডুবে যাওয়া কুকুরকে উদ্ধার করতে যেয়ে কেভিন রেনল্ডস নামের এই ব্যক্তি নিজেই মারা পড়লেন। আর এই মর্মান্তিক মৃত্যু তার ১৩ বছর বয়সী মেয়ে সমুদ্রতীরে দাঁড়িয়ে চাক্ষুষ করেছে।

কোস্টগার্ড বাহিনীর একজন মুখপাত্র বলেন, ৫২ বছর বয়সী এই ব্যক্তি প্রথমে তার দুই কুকুরকে সাহায্য করতে যান। কিন্তু তিনি একসময় পড়ে যান এবং মাথায় আঘাত পান।

তীরে তার মেয়েসহ আরও অনেকে এই দৃশ্য দেখছিল তারা তখন পানিতে নেমে যান। তার মেয়েকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও রেনল্ডস ভেসে যান। এ সময় সমুদ্র পানির তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। পরে তাকে লাইফবোটের মাধ্যমে উদ্ধার করে রয়েল সোয়াক্স হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।  

কলিন গ্রিফথ নামের কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, ‘ওই পরিবারের জন্য এটি ভীষণ মর্মান্তিক ঘটনা। ’ একটা কুকুর তীরে আসলেও, আরেকটাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘন্টা, ০৯ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।