ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ের আগে শেষ জন্মদিন কেট মিডলটনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
বিয়ের আগে শেষ জন্মদিন কেট মিডলটনের

লন্ডন: চলতি বছর এপ্রিলের ২৯ তারিখ ব্রিটিশ রাজ পরিবারের রানী হতে যাচ্ছেন কেট মিডলটন। বিয়ের অনুষ্ঠানের আগে রোববার তিনি তার ২৯তম এবং শেষ জন্মদিনটি পালন করলেন।

খবর এএফপির।

এদিকে, মিডলটন কিভাবে দিনটি উদযাপন করবেন এ সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে উইলিয়াম এবং তার বাবা প্রিন্স চার্লসের কার্যালয় কারেন্স হাউস। এখান থেকে শুধুমাত্র জানানো হয় তিনি এই দিনটি ‘ব্যক্তিগতভাবে’ কাটাবেন।

ব্রিটিশ গণমাধ্যম জানায়, বাগদত্তার চেয়ে পাঁচ মাসের বড় কেট এখন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একারণে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই পরিবার এবং বন্ধুদের সঙ্গে তিনি এই দিনটি কাটাবেন।

ম্যাজেস্টি ম্যাগাজিনের সম্পাদক ইনগ্রিড সেওয়ার্ড বলেন, ‘সামনে তাকে অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। তাই এখন তিনি শুধুমাত্র অতি ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের সান্নিধ্য চান। অথবা এটি হতে পারে শুধু তিনি আর উইলিয়াম। ’

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।