ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেইজিংয়ে যুক্তরাষ্ট্র-চীনের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
বেইজিংয়ে যুক্তরাষ্ট্র-চীনের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক

বেইজিং: সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সোমবার সকালে তার প্রতিপক্ষ চীনের লিয়াং গুয়াংলির সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেছেন। খবর সিনহুয়ার।



রোববার রাতে রবার্ট গেটস চীনের রাজধানীতে পৌঁছান। আশা করা হচ্ছে, তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সামরিক সম্পর্ক জোরদার হবে। গত কয়েক বছর ধরে এ সম্পর্ক বেশ নাজুক অবস্থায় রয়েছে।

২০০৬ সালে দায়িত্ব নেওয়ার পর চীনে গেটসের এটা দ্বিতীয় সফর। ২০১০-এর জানুয়ারিতে তার বেইজিং সফরের কথা থাকলেও তাইওয়ানের কাছে ৬৪০ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির ব্যাপারে পেন্টাগনের সিদ্ধান্তের কারণে তা স্থগিত হয়ে যায়।

বৈঠকের আগে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সদর দপ্তরে স্বাগত অনুষ্ঠান হয়।

বেইজিংয়ে পৌঁছার আগে গেটস চীনের উন্নত অস্ত্র উৎপাদনের ব্যাপারে উদ্বেগ করেন। কিছুদিন আগে চীন এমন একটি বিমান তৈরি করেছে যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এরপরই গেটসের এই সফর।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।