ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় ওএএসের হস্তক্ষেপে শ্যাভেজের সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
ভেনিজুয়েলায় ওএএসের হস্তক্ষেপে শ্যাভেজের সমালোচনা

কারাকাস: ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস)-এর সমালোচনা করেছেন। খবর বিবিসির।


 
এর আগে, শুক্রবার আইনের মাধ্যমে শ্যাভেজের ক্ষমতার সময় বাড়ানোয় ওএএসের মহাসচিব হোসে মিগুয়েল ইনসুলজা তার সমালোচনা করেন। এর প্রতিউত্তরে শ্যাভেজ এ মন্তব্য করেন।

ইনসুলজা বলেন, ওই্ আইনটি ইন্টার আমেরিকান ডেমোক্রাটিক চার্টার (আন্তআমেরিকান গণতান্ত্রিক সনদ) বিরোধী সম্পূর্ণ বিরোধী।

প্রেসিডেন্ট শ্যাভেজ ইনসুলজার এই মন্তব্যকে খারিজ করে দিয়ে একে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।

শ্যাভেজ রেডিওতে দেওয়া বক্তব্যে বলেন, ইনসুলজা মার্কিন সাম্রাজ্যবাদীদের মতো আচরণ করছেন। তিনি সমালোচনা করে বলেন, ইনসুলজা সাম্রাজ্যবাদের মুখপাত্র হয়ে কথা বলছেন।

তিনি আরও বলেন, যতো কিছুই বলা হোক না কেন, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার আন্তর্জাতিক সম্মানের ক্ষতি করতে পারবে না।

ভেনিজুয়েলায় ভয়াবহ বন্যায় গৃহহীন  এক লাখ ৪০ হাজার মানুষের সহায়তার জন্যই শ্যাভেজের ক্ষমতায় থাকাটা জরুরি বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।